March 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 19th, 2025, 12:31 pm

রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন বিশিষ্ট নদী গবেষক ও হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী ।

রাজশাহী অফিসঃ রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার (১৮ মার্চ) নগরীর একটি ফাষ্টফুড রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলুর সভাপতিত্বে ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নদী গবেষক ও হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী ও রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য মো. গোলাম সারওয়ার।

রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার আবু সালেহ মো. ফাত্তাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিউ নেশান পত্রিকার ষ্টাফ রিপোর্টার ও রাজশাহী প্রেসক্লাবের সেক্রেটারী শাহ্ সুফি মহিব্বুল আরেফিন। এছাড়া আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ড. সাদিকুল ইসলাম স্বপন, বিশিষ্ট নদী গবেষক ও রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য মো. গোলাম সারওয়ার। বক্তারা পবিত্র মাহে রমজান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের অবদানের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

একই সাথে অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের অবিচল থাকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান, দৈনিক নতুর প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিবেদক তাজিমুল হক, দৈনিক সমকাল পত্রিকার ব্যুরো প্রধান সৌরভ হাবিব, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ডালিম হোসেন শান্ত, দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদক রিমন রহমান, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান শিবলী নোমান, এটিএন নিউজ এর ব্যুরো প্রধান বুলবুল হাবিব, এটিএন বাংলার ব্যুরো প্রধান সুজা উদ্দীন ছোটনসহ প্রেসক্লাবের সদস্য, সহযোগী সদস্যবৃন্দ। আলোচনা শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণে বিশেষ মোনাজাত করেন দৈনিক নববাণীর স্টাফ রিপোর্টার হাফেজ মাওলানা ইলিয়াস আলী আল মুজাদ্দেদী।