জেলা প্রতিনিধি :
স্বাস্থ্যবিধি মেনে সশরীরে উপস্থিত থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ। মঙ্গলবার (৩১ আগষ্ট) ওই বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ তথ্যটি নিশ্চিত করেছেন। পরীক্ষায় শতভাগ উপস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ সেশনজট নিরসনে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ১৮-১৯ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া শুরু করেছি। পরীক্ষাগুলো ধারাবাহিকভাবে চলবে এবং এ সেশনের পরীক্ষা শেষে ১৯-২০ সেশনের পরীক্ষা অনুরূপভাবে অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৭ আগস্ট করোনায় আটকে থাকা পরীক্ষাগুলো পুনরায় শুরুর সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেখানে ২০১৯ ও ২০ সালের পরীক্ষাগুলো শুরু করতে স্ব-স্ব বিভাগের একাডেমি কমিটিকে সময়সূচী গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। এদিকে ২০১৯ সালের বাকি থাকা পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ ২০২০ সালের পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারেও উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন
বেরোবির প্রথম সমাবর্তনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত, সমাবর্তন জানুয়ারির ২য় সপ্তাহে
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার
সমাজকল্যাণ ইনস্টিটিউটে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন ছাত্রদল নেতার