জেলা প্রতিনিধি:
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জন মারা গেছেন। গত ২২ দিনে এই হাসপাতালের করোনা ইউনিটে ২২৯ জনের প্রাণ গেছে।
সোমবার (২২ জুন) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ১৩ জনের মধ্যে ১২ জনেরই বাড়ি রাজশাহী। একজনের বাড়ি নাটোরে। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
তিনি জানান, রাজশাহীর ১২ জনের মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ছিল। অন্য সাত জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। হাসপাতালে এখন ভর্তি আছেন ৩৯৩ জন। আগের দিন ভর্তি ছিলেন ৪০২ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩০৯টি।
আরও পড়ুন
জেলেদের চাল আত্মসাত: অভিযোগের তীর ইউপি প্রশাসক ও দুই বিএনপি নেতার বিরুদ্ধে
ড. ইউনূসকে ৫ বছর প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে
শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময়