ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়াড়ে জেলার একটি সরকারি স্কুলের ছাদ ধসে সাত শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
আজ শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও স্টেটসম্যানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা অমিত কুমার রয়টার্সকে বলেছেন, স্কুল ভবনটি পুরনো ছিল এবং অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে এটি ধসে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সকলকে উদ্ধার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, ‘ভেতরে পাথর পড়তে শুরু করে… হঠাৎ পুরো ছাদ ভেঙে পড়ে এবং আমরা বেরিয়ে আসি। শ্রেণীকক্ষে ৩০ জন ছিল।’
এএনআই-এর ফুটেজে দেখা গেছে, ধসের স্থানের চারপাশে স্থানীয়রা জড়ো হয়েছেন। কর্তৃপক্ষ যখন ক্রেন ব্যবহার করে ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছে, তখন পরিবারের সদস্যদের কান্না শোনা যাচ্ছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এক্স-পোস্টে বলেছেন, আহত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএনবাংলা/আরএম
আরও পড়ুন
থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্ত সংঘর্ষে নিহত বেড়ে ৩২, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান ২২১ ব্রিটিশ এমপির, স্টারমারের ওপর চাপ বাড়ছে
থাইল্যান্ডের সীমান্তবর্তী ৮ জেলায় মার্শাল ল’ জারি