November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 18th, 2024, 5:40 pm

রাজস্ব আদায়ে ঢাকা ব্যাংকের সঙ্গে দক্ষিণ সিটির সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক:

রাজস্ব আদায়ে ঢাকা ব্যাংকের সঙ্গে দক্ষিণ সিটির সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বুড়িগঙ্গা হলে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স প্রদানে নাগরিকদের জনভোগান্তি কমাতে এই সমঝোতা স্মারক সই করা হয়।

নাগরিকদের সেবাকে সহজ ও ত্বরান্বিত করতে বর্তমান বাস্তবতার নিরিখে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স দেওয়ার প্রক্রিয়া সহজতর করার ঐকান্তিক প্রচেষ্টা বাস্তবায়ন করা হয়। জনগণ যেন সহজেই তার ফি পরিশোধ করতে পারে সে লক্ষ্যে সমঝোতা স্মারক উদ্যোগে সই করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অন্যান্য সিটি করপোরেশনের চেয়ে রাজস্ব আদায়ে একটি অনন্য উদাহরণ। রাজস্বের হার না বাড়িয়ে বিদ্যমান হারে সর্বোচ্চ রাজস্ব আদায় করা আমাদের মূল লক্ষ্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সেবাগুলো আমরা দিয়ে থাকি সেসব সেবা থেকে একটি সার্ভিস চার্জ আমরা পেয়ে থাকি। সার্ভিস চার্জ আদায়কে জনবান্ধব করতে ঢাকা ব্যাংক পিএলসি সেবা অব্যাহত রাখবে।

কম লাভ করে সর্বোচ্চ সেবা দিয়ে নাগরিক আত্মতুষ্টির ওপর গুরুত্ব আরোপের নির্দেশনা দিয়ে তিনি বলেন, জনগণকে সেবা দেওয়ার মাধ্যমে অন্যান্য ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করে যথাযত জনবান্ধব সেবা নিশ্চিত করে তারা তাদের অবস্থান ও আস্থা বজায় রাখতে হবে।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, কাজ করতে পারলে আমাদের সফলতা আসবে। আমরা সিটি করপোরেশনের সেবা সঠিকভাবে দিলে আমাদের সফলতা আসবে।

রাজস্ব আদায়ে ঢাকা ব্যাংকের সঙ্গে দক্ষিণ সিটির সমঝোতা স্মারক সই

সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব বশিরুল হক ভূঁইয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা মুনিরুজ্জামান, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, উপপ্রধান রাজস্ব কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা ও ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ এম এস ময়েন উদ্দিন প্রমুখ।