কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল আলমকে প্রত্যাহারের আট দিন পর নতুন করে আবার পুনর্বহাল করা হয়েছে।
শুক্রবার কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ জারির পর তিনি পুনরায় কর্মস্থলে যোগ দেন বলে জানা যায়।
সুত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর রাতে ওসি নাজমুল আলমকে এক আদেশে প্রত্যাহার করা হয়।তিনি মাত্র দুই মাস সময় হয়েছে গত ১ আগষ্ট রাজারহাট থানায় ওসি হিসেবে যোগদান করেন। এর তিনি আগে তিনি কচাকাটা থানা এবং সদর থানার ওসির দায়িত্ব পালন করেন। গত ১ আগস্ট তিনি রাজারহাট থানায় এসে সবশেষ যোগ দিয়েছিলেন। কিন্তু এর পর পরই তাকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়। কিন্তু প্রত্যাহারের খবর প্রকাশের পরদিন ২৫ সেপ্টেম্বর রাজারহাট এলাকাবাসীর মধ্যে তাকে নিয়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। তার বদলিতে বা প্রত্যাহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং ওইদিন বিকেলে এলাকার সর্বস্তরের মানুষের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ও তাকে পুনর্বহালের দাবি ওঠে। তাদের দাবি ও প্রত্যাশার কারনে কুড়িগ্রাম পুলিশ সুপার ওসি নাজমুলকে পুনর্বহালের নির্দেশ দেন বলে জানা যায়।
এ ব্যাপারে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান,আমি এ থানায় যোগদান করে মাত্র ১মাস ২৪দিন মাদক,জুয়া ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার সুযোগ পেয়েছি। মানুষের মাঝে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছি। এটি এখানকার মানুষের মনে হয়তো আস্থার জায়গা তৈরি করেছে। একারনে তাদের প্রত্যাশা ও ভালোবাসায় আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ আবারো এ থানায় পুনর্বহাল করে আমাকে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে উপজেলার সেবা করে যাব।
উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই মাদক, জুয়া ও সন্ত্রাসবিরোধী কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখার কারনে ওসি নাজমুল থানায় জনপ্রিয়তা অর্জন করেন। ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ, মসজিদে জুমার খুতবার আগে সচেতনতা সৃষ্টি এবং আইনবিরোধী কার্যক্রম দমনে তার উদ্যোগ এলাকাবাসীর কাছে যথেষ্ট প্রশংসা পায়।স্থানীয়দের মতে, কোনো কর্মকর্তা প্রত্যাহারের পর এত দ্রুত আবারো স্বপদে যোগদান করাটা একটি বিরল ঘটনা।

আরও পড়ুন
কুমিল্লা সীমান্ত থেকে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
ইয়াবাসহ কালীগঞ্জে গেফতার-২
চিরকুট দিয়ে কালীগঞ্জে হত্যা-গুম-লুটপাট-চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি