July 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 14th, 2025, 11:21 am

রাজ্যসভার সদস্য হলেন হর্ষবর্ধন শ্রিংলা

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা দিল্লি রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হয়েছেন। তাঁর সঙ্গে আরও তিনজনকেও সদস্য করা হয়েছে।

তারা হলেন-১৯৯৮ মুম্বাই পাকিস্তানি জঙ্গি হামলার নায়ক আজমল কাসবকে ফাঁসি দেওয়ার জন্য যিনি ওকালতি করেছিলেন সেই আইনজীবী উজ্জ্বল দেওরাও নিকম, টাইমস অব ইন্ডিয়ার মালিক গিরিরাজ জৈনের কন্যা, আরএসএসপন্থী মিনাক্ষী জৈন এবং কেরালার বিজেপি নেতা সি. সদানন্দ মাস্টার।

প্রসঙ্গত, শ্রিংলা ২০২০ থেকে ২০২২ পর্যন্ত ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন। ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত হওয়ার আগে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সদানন্দ ২০২১ সালে কেরালা বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন, তবে জয়ী হননি। বিজেপি তাকে ‘জীবন্ত শহীদ’ বলে থাকে, কারণ ১৯৯৪ সালে দুষ্কৃতকারীদের বোমা হামলায় তার দুই পা জখম হয়। তিনি আরএসএস-এর সক্রিয় সদস্য।