অনলাইন ডেস্ক :
ইউক্রেনের বিভিন্ন স্থাপনা এবং দূর্গে রাতভর আর্টিলারি হামলা চালানো হয়েছে। এতে ইউক্রেনের ৬ শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। বৃহস্পতিবার আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ৬ শতাধিক ইউক্রেনীয় এবং ৬১ টি ইউনিট অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের ক্ষেপণাস্ত্রগুলি ইউক্রেনের মধ্য কিরোভোহরাদ অঞ্চলের কানাটোভো বিমানঘাঁটিতে বিমান চলাচলের সরঞ্জাম ধ্বংস করেছে। একইসঙ্গে দক্ষিণ মিকোলাইভ শহরে একটি বৃহত গোলাবারুদের গুদাম গুঁড়িয়ে দিয়েছে। তবে রাশিয়ার এই দাবি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৭১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
আরও পড়ুন
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০
ইসরায়েলের বোমার আঘাতে হামাসের মুখপাত্র আবু ওবেইদা নিহত
ইন্দোনেশিয়ায় অর্থমন্ত্রীর বাসভবনে রাতভর হামলা-ভাঙচুর ও লুটপাট