July 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 6th, 2025, 10:46 am

রাত আড়াইটায় নারী ফুটবলারদের সংবর্ধনা দেবে বাফুফে

 

২০২৬ সালে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে মেয়েদের এএফসি এশিয়ান কাপের মূল আসর। এ আসরে গ্রুপপর্বে অপরাজিত থেকেই প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ।

এ উপলক্ষ্যে বাংলাদেশ মেয়েদের জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এ সংবর্ধনা দেওয়া হবে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র হাতিরঝিল এম্পিথিয়েটারে। ৭ জুলাই দিবাগত রাত আড়াইটায় হবে এ অনুষ্ঠান।

শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় জয় তুলেছে আফঈদা খন্দকারের দল। মধ্য এশিয়ার দেশটিকে তারা হারিয়েছে ৭-০ গোলের বড় ব্যবধানে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব সংবর্ধনার তথ্য নিশ্চিত করেছেন। খেলোয়াড়দের সময় স্বল্পতার কারণে এত রাতে সংবর্ধনা দেয়া হবে। ৭ জুলাই দিবাগত রাত দেড়টায় বাংলাদেশে পা রাখবেন ঋতুপর্ণা-আফঈদারা।

৬ জুলাই সন্ধ্যা সাতটায় মিয়ানমার থেকে বাংলাদেশের পথে রওনা করবে বাংলাদেশ জাতীয় দল। রাত ৯ টায় ব্যাংককে ট্রানজিট করার পর সেখান থেকে ১২ টার দিকে ঢাকার পথে রওনা হয়ে ৭ জুলাই দেড়টার দিকে ঢাকায় পা রাখবে জাতীয় দলের মেয়েরা।

পর দিন সকালে ভুটানের লিগ খেলতে রওনা হবেন ঋতুপর্ণা ও মনিকা চাকমা। সপ্তাহ খানেক পর যাওয়ার কথা গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের।

এনএনবাংলা/আরএম