January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 21st, 2021, 7:31 pm

‘রাত জাগা ফুল’ ছবির ট্রেলারে মুগ্ধ দর্শক

নিজস্ব প্রতিবেদক:

এর আগে গান প্রকাশিত করে বেশ প্রশংসা পেয়েছিলেন মীর সাব্বিরের টিম। এবার এলো ট্রেলার। আর এটি দেখে মুগ্ধ নেটিজেনরা। হ্যাঁ, বিষয়টি সিনেমা- ‘রাত জাগা ফুল’। এর মাধ্যমেই পড় পর্দায় অভিষেক হবে জনপ্রিয় নির্মাতা-অভিনেতা মীর সাব্বিরের। এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে আসবে আগামী ৩১ ডিসেম্বর। এর আগে সোমবার এলো এর ট্রেলার। যেখানে দেখা মিললো অপরূপ বাংলা আর শহরের। অনুদানের এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রেও দেখা যাবে এর পরিচালক-অভিনেতা মীর সাব্বিরকে। এই তারকা বলেন, ‘‘দুই বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি আমরা। ক্যামেরার সামনে বা পেছনে কাজ করা প্রতিটি মানুষ নিজেদের সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন ‘রাত জাগা ফুল’ সিনেমার জন্য। তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। ছবিটি যদি দর্শকের ভালো লাগে, তাহলেই আমাদের এই কষ্ট, পরিশ্রম সার্থক হবে।’’ সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটির সহকারী প্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরেরই প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। এতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীর প্রমুখ।