অনলাইন ডেস্ক :
‘সুড়ঙ্গ’র পর প্রায় বছর পেরিয়ে এলো, নতুন ছবির খবর দেননি তমা মির্জা। এবার দিলেন একসঙ্গে দুই ছবির খবর। লিখেছেন সুদীপ কুমার দীপ। গত মাসে বেশ গরম পড়েছিল। ঢাকা শহরের জনজীবন অসহনীয় হয়ে উঠেছিল। তবে খুব একটা আঁচ করতে পারেননি তমা মির্জা। কারণ অবকাশযাপনে আমেরিকায় ছিলেন তিনি। দেশে ফিরেছেন কিছুদিন হলো। এসেই অনুধাবন করেছেন গরমের কিছুটা। তমা বলেন, ‘ঢাকায় না থাকলেও খবর নিতাম নিয়মিত। আমার পরিবার তো ঢাকায় থাকে।
প্রতি মুহূর্তে জানতে পারতাম হাঁসফাঁস করছে মানুষ। অবশেষে বৃষ্টির কারণে আবহাওয়া কিছুটা নরমাল হয়েছে। আবার মানুষ কাজ করতে পারছে শান্তি নিয়ে।’ গত বছর ঈদে মুক্তি পায় তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’। আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে সাড়া ফেলেছিলেন। ছবিটি দারুণ জনপ্রিয়তা পায়। তবে এরপর নতুন আর কোনো চলচ্চিত্রের খবরে নেই তিনি। কারণ জানিয়ে তমা বলেন, ‘শুধু ছবি হাতে নিলেই তো হবে না। আমার ক্যারিয়ার এখন একটা জায়গায় এসেছে। দর্শক আমাকে তাঁদের আস্থায় নিয়েছেন। এটা তো বজায় রাখতে হবে। নতুন ছবি হাতে নিলে অন্তত দশটা নিতে পারতাম, কিন্তু নিইনি। অপেক্ষা করেছি। ভালো গল্প, ভালো চরিত্র খুঁজেছি। অবশেষে মিলেছে। এখন শুধু ঘোষণা দেওয়ার পালা।’
এ সপ্তাহেই তমার ‘সুড়ঙ্গ’ সহশিল্পী আফরান নিশো জানালেন, দুই ছবি নিয়ে ফিরছেন তিনি। তমাও জানালেন দুই ছবির খবর। প্রায় এক বছর অপেক্ষার পর দারুণ দুটি গল্প পেয়েছেন তিনি। নির্মাতা দুজনও খুব পছন্দের। আশা করছেন, দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারবেন। তবে এখনই ছবি ও নির্মাতার নাম বলতে পারছেন না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিষেধ আছে। তমা বলেন, ‘এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, যতক্ষণ না প্রযোজনা প্রতিষ্ঠান কিছু জানাচ্ছে আমরা মুখ খুলতে পারব না। তবে এটুকু বলতে পারি, একটা ছবির শুটিং মার্চেই হওয়ার কথা ছিল, পিছিয়েছে শুধু গরমের কারণে। সব ঠিক থাকলে এটির শুটিং হবে নভেম্বর-ডিসেম্বরে। অন্য ছবিটির শুটিং ঈদের পরপরই। দুটি ছবিতেই আমার সঙ্গে অভিনয় করবেন বড় দুজন তারকা। সেখানেও চমক থাকবে।’
‘সুড়ঙ্গ’ পরিচালক রায়হান রাফী একের পর এক ছবি নির্মাণ করছেন। নিশোও নতুন ছবির ঘোষণা দিয়েছেন। তবে ‘সুড়ঙ্গ’ত্রয়ী আপাতত একসঙ্গে কাজ করছেন না। তমা বলেন, ‘আমরা আসলে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। তারা যখন যাকে চায় তাকে নিয়ে ছবি করতে পারে। শিল্পী বা পরিচালকদের হাতে তেমন কিছু থাকে না। হয়তো প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের তিনজনকে একসঙ্গে ভাবছে না, ভাবলে আবার কাজ করব। আমাদের একসঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নেই।’ ওপার বাংলার কণ্ঠশিল্পী, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত বাংলাদেশের বিঞ্জ অ্যাপের জন্য নির্মাণ করেছেন ‘দুই বন্ধু’। মিউজিক্যাল সিরিজটির শুটিং গত বছরই করেছেন তমা। সিরিজটি দেখার জন্য মুখিয়ে আছেন তিনি।
বলেন, ‘সিরিজটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। অঞ্জন দত্তর গান আমার খুব ভালো লাগে। এবার তাঁর নির্মাণের প্রেমেও পড়েছি। বিঞ্জের কাছে জেনেছি, কোরবানির ঈদের পরপরই সিরিজটি মুক্তি পাবে। আশা করছি, দর্শকদের সিরিজটি ভালো লাগবে।’ নির্মাতা রায়হান রাফীর সঙ্গে তমার সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন। তবে তমার দাবি, সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। আপাতত বিয়ে নিয়েও ভাবছেন না তমা। বলেন, ‘রাফীর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। তার ও আমার মা-বাবা একসঙ্গে ওঠা-বসা করেন। একে অন্যের খোঁজখবর নেন। এটাই তো অনেক। এখানে বিয়েশাদির কোনো বিষয় নেই। আমরা এই আলাপ কখনো তুলিও না।’
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম