January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 1st, 2022, 7:30 pm

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বারের মতো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বসার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে ভর্তি পরীক্ষা উপ-কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এম তারেক নুর।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোভিড-১৯ মহামারির কথা বিবেচনায় নিয়ে দ্বিতীয়বারের মতো ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষায় বসতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তবে আগামী বছর থেকে এমন কোনো সুযোগ থাকবে না বলেও জানান অধ্যাপক তারেক নুর।

ভর্তি পরীক্ষা উপ-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির জন্য অনলাইন প্রাথমিক আবেদন প্রক্রিয়া ২৫ মে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে। এছাড়া ২৪ থেকে ২৭ জুলাই তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০১৮ সালে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য শুধু একবার পরীক্ষা সুযোগ দিয়েছিল রাবি।

—ইউএনবি