নিজস্ব প্রতিবেদক, রামগড় :
খাগড়াছড়ির রামগড় এ প্রত্যন্ত এলাকার দরিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরণ স্প্রে মেশিন ও অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৮ জুন) বেলা ৪টায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে রামগড় উপজেলার ১ নং সদর ইউনিয়ন ও ২ নং পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ৫৫ জন দরিদ্র কৃষকের মাঝে ৫৫টি স্প্রে মেশিন ও রামগড় পৌর সভার ৯ ওয়ার্ডের দরিদ্র মহিলাদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) খন্দোকার মোঃ ইফতেখার উদ্দীন আরাফাত আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নাইমুল ইসলাম, স্থানীয় হেডম্যান, কারবারি উপস্থিত ছিলেন।
রামগড়ে দরিদ্র চাষিদের স্প্রে মেশিন, অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

আরও পড়ুন
কুমিল্লায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল-এনসিপির যৌথ মিছিল
আওয়ামীলীগের ঝটিকা মিছিল করায় প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদ করেছে নাগরিক পার্টি-এনসিপি
জয়পুরহাট পৌরসভার লিজকৃত দোকান সমূহের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন