January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 28th, 2022, 7:34 pm

রামগড়ে দরিদ্র চাষিদের স্প্রে মেশিন, অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রামগড় :
খাগড়াছড়ির রামগড় এ প্রত্যন্ত এলাকার দরিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরণ স্প্রে মেশিন ও অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৮ জুন) বেলা ৪টায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে রামগড় উপজেলার ১ নং সদর ইউনিয়ন ও ২ নং পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ৫৫ জন দরিদ্র কৃষকের মাঝে ৫৫টি স্প্রে মেশিন ও রামগড় পৌর সভার ৯ ওয়ার্ডের দরিদ্র মহিলাদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) খন্দোকার মোঃ ইফতেখার উদ্দীন আরাফাত আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নাইমুল ইসলাম, স্থানীয় হেডম্যান, কারবারি উপস্থিত ছিলেন।