নিজস্ব প্রতিবেদক, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালুে মহালে অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকার বালু ও বালু উত্তোলনে ব্যবহৃত পাম্প মেশিনসহ বিভিন্ন মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামগড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রুপাইছড়ি গুদামবাড়ি এলাকায় একটি অবৈধ বালু মহালে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় ঐ অবৈধ বালুমহালে আনুমানিক ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এছাড়া বালু উত্তোলন কাজে ব্যবহৃত দুটি পাম্প মেশিন ও পাইপসহ বিভিন্ন মালামাল জব্দ করেন আদালত। তবে অবৈধ বালু মহালের মালিক বা অন্য কাউকে পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এ মোবাইল কোর্ট পরিচালানা করেন। জব্দকৃত বালু ও মালামাল স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক নিলামে বিক্রি করে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
আরও পড়ুন
মনিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালকের বিরুদ্ধে শিল্পীদের সম্মানী ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ
তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ব্যাহত হচ্ছে সেবার মান; মৌলভীবাজার চক্ষু হাসপাতালে স্বজনপ্রীতি