নিজস্ব সংবাদদাতা, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে কমিউনিটি পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৯ জুন) উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) অধীনে এ কর্মশালার আয়োজন করা হয়। পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ফাসিলিটেটর ছিলেন মো: আবু আজম নূর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্প সেইপের ফিল্ড মনিটরিং অফিসার মো: আখিরুজ্জামান খান, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, শুভাশীষ দাশ, ইউপি সচিব মিজানুর রহমান ও ইউপি সদস্য। কর্মশালায় শিক্ষক, ছাত্র, ধর্মীয় গুরু, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি। কর্মশালার আগে পাতাছড়া হাই স্কুল থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। বিকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই