নিজস্ব প্রতিবেদক, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে আয়োজিত জোন কমান্ডার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফটিকছড়ির রহমতপুর সেতু নির্মাণ ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন এবং ফ্রেন্ডস ক্লাব চা বাগান রানার্সআপ হয়েছে। ফাইনাল খেলায় টাইব্রেকারে রহমতপুর সেতু নির্মাণ ক্রীড়া সংঘ ৪-১ গোলে ফ্রেন্ডস ক্লাব চা বাগানকে পরাজিত করে। রামগড় ৪৩ বিজিবি জোন এ টুর্নামেন্টের আয়োজন করে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল ফটিকছড়ির রহমতপুর সেতু নির্মাণ ক্রীড়া সংঘ এবং ফ্রেন্ডস ক্লাব চা বাগান একাদশ অংশ নেয়। অগণিত দর্শককে চমকপ্রদ নৈপুণ্যময় খেলা উপহার দেন উভয় দলের খেলোয়াড়রা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ খেলাটি গোল শুণ্য অবস্থায় শেষ হওয়ার পর টাইব্রেকারে রহমতপুর সেতু নির্মাণ ক্রীড়া সংঘ ৪-১ গোলে ফ্রেন্ডস ক্লাব চা বাগানকে পরাজিত করে। খেলা পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন শুভ।
খেলা শেষে ৪৩ বিজিবি ব্যাটালিয়নেরর পরিচালক ও জোন কমান্ডার লে. কর্নেল মো: হাফিজুর রহমান পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, ৪৩ বিজিবির উপ পরিচালক রাজু অহমেদ, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মিজানুর রহমান, রামগড় সরকরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত