January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 11th, 2022, 3:54 pm

রামগড়ে বিজিবির হাতে ১০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ

নিজস্ব প্রতিবেদক, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী এলাকা থেকে ১০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।
শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন রামগড় বিওপির কোম্পানি কমান্ডার অসীম মারাকের নেতৃত্বে বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার বল্টু রাম এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে ফেনী নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় শাড়িগুলো উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা শাড়িগুলো ফেলে পালিয়ে যায়। জব্দকৃত শাড়ির মূল্য ১০ লক্ষ টাকা এবং শাড়িগুলো সীতাকুণ্ড কাস্টমে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ হাফিজুর রহমান পি এস সি জানান, সীমান্তে মাদকসহ চোরাচালান বিরোধী অব্যাহত অভিযানের অংশ হিসেবে শনিবার শাড়িগুলো জব্দ করা হয়। বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।