নিজস্ব প্রতিবেদক, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে মামার বাড়িতে বেড়াতে এসে পরিত্যক্ত পুকুরে ডুবে মারা গেল মোঃ শরিফুল ইসলাম ফরহাদ (১১) নামে এক শিশু।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ২ টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে রামগড় পৌরসভার দক্ষিন কালাডেবায়। শরিফুল পৌরসভার সম্প্রুপাড়ার মোঃ তাজুল ইসলামের বড় ছেলে এবং উত্তর লামকুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, বৃহষ্পতিবার সকালে শরিফুল দক্ষিণ কালাডেবায় মামা নুর নবীর বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সে ও অপর দুই শিশু বাড়ির পরিত্যক্ত একটি পুকুরে গোসল করতে নামে। শরিফুল পুকুরে লাফ দিয়ে নামার পর ডুবে গেলে সঙ্গী দুই শিশু চিৎকার করে। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যত্যা স্বীকার করে বলেন,। আইনী বব্যস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী