ঢাকার রামপুরা বউবাজার এলাকায় শুক্রবার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২৭ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নিহত রাজমিস্ত্রি আলমগীর হোসেন ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে আলমগীর ওই এলাকার আদর্শ মিত্র এলাকায় রাস্তার ধারের দোকানে চা খাচ্ছিলেন তখন ছিনতাইকারী লিমন (৩০) আলমগীরকে পায়ে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আলমগীরকে বেটার লাইফ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেলে তার মৃত্যু হয়।
স্থানীয় মো. শিবলু জানান, কয়েকদিন আগে আলমগীর লিমন সম্পর্কে কিছু তথ্য পুলিশকে দেয়। তিনি আরও জানান, আলমগীর পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
–ইউএনবি
আরও পড়ুন
রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
থ্রি জিরো ভিশনের ওপর জোর দিতে বিশ্ববাসীর প্রতি ড. ইউনূসের আহ্বান
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন করতে হবে- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ