November 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 20th, 2025, 12:53 am

রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন

 

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের বিপরীতে ফ্লাইওভারের নিচে পার্কিং করা ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার রাত প্রায় ১০টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখা গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বাসে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ইউনিট পাঠানো হয় এবং দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার উৎস বা পদ্ধতি সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ আগুন দেখে তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ছুটে যায় হাতিরঝিল থানার একটি দলও। থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, পার্কিং অবস্থায় থাকা বাসটিতে কীভাবে আগুন লাগানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য তথ্য সংগ্রহের মাধ্যমে আগুনের কারণ শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এনএনবাংলা/