রাজধানীর রামপুরা এলাকায় তেলবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রামপুরা ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু নাসের (৩৮) নোয়াখালীর সোনাইমুড়ির ঈদগা আমিন বাজার গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার জানান, আবু নাসের মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরিটি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান এবং লরির চাকায় পিষ্ট হন।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, এ ঘটনায় তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে এবং এর চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।
—ইউএনবি

আরও পড়ুন
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
রাজধানীতে পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী