রাজধানীর রামপুরা এলাকায় বুধবার দিবাগত রাতে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন।
পাঁচজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বুধবার দিবাগত রাত ১টা ৪৩ মিনিটে রামপুরা এলাকার বউবাজার মসজিদের কাছে গোডাউনে আগুন লাগে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানান।
—ইউএনবি
আরও পড়ুন
ন্যায্য অধিকার দাবীতে বাঘাবাড়ি মিল্কভিটা সমবায় সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
পাইকগাছার ৪০ টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
নথিপত্র উদ্ধারের নামে রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের স্বামীর বাড়িতে হয়রানিমূলক সার্চ ওয়ারেন্ট বাস্তবায়ন