October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 7th, 2022, 9:42 pm

রামপুরায় গোডাউনে আগুন, দগ্ধ ৪ জনের মৃত্যু

রাজধানীর রামপুরা এলাকায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নূর নবী (৫১) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন জানান,সোমবার বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় নূর নবীর মৃত্যু হয়।তার শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল।

তিনি আর জানান, এই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে একমাত্র জীবিত মো. ইউসূফ (৫০)হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে রবিবার দুপুরে হেলাল উদ্দিন (৫০), ওই দিন রাতে জামালপুর জেলার নাদের (৫০) এবং সোমবার ভোরে রাজবাড়ী জেলার মো. সিদ্দিক (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আইয়ুব হোসেন জানান, হেলাল উদ্দিনের (৫০) শরীরের ৮৫ শতাংশ, সিদ্দিকের শরীরের ৫৪ শতাংশ এবং নাদেরের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রামপুরার বউবাজার মাটির মসজিদের পাশের গুদামে একটি ট্রাকে পণ্য বোঝাই করার সময় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হন।

—-ইউএনবি