রাজধানীর পশ্চিম রামপুরা অফ দ্য রোড পাওয়ার হাউসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, সকাল ৭টা ২০ মিনিটে চার তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্ত জানান, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর এবং আগুন লাগার কারণ জানা যায়নি।
—-ইউএনবি

আরও পড়ুন
পরাণ-দামালের পর আবারও মিম-রাজ জুটি
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর