রাজধানীর পশ্চিম রামপুরা অফ দ্য রোড পাওয়ার হাউসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, সকাল ৭টা ২০ মিনিটে চার তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্ত জানান, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর এবং আগুন লাগার কারণ জানা যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
তৃতীয় দফায় যে দেশের মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন-তেহরান
কুমিল্লায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল-এনসিপির যৌথ মিছিল
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের সঙ্গে এনসিপির বৈঠক