জেলা প্রতিনিধি :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় দশজনের মৃত্যু হয়েছে; যার মধ্যে একজন আক্রান্ত ছিলেন, বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও নওগাঁর ১ জন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে চলতি মাসের গত ২০ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ২০ জুন সকাল ৬টা পর্যন্ত) এ হাসপাতালের কোভিড ইউনিটে ২০৩ জন মারা গেলেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন জানিয়ে হাসপাতাল পরিচালক বলেন, তাদের মধ্যে রাজশাহীর ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯, নাটোরের ৩, নওগাঁর ৬ ও পাবনার ১ জন। সুস্থ্ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৮ জন।
রোববার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৩০৯ বেডের বিপরীতে ভর্তি আছেন ৩৭৭ জন। যা আগের দিন ছিল ৩৬৫ জন।
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট