করোনা ও করোনার উপসর্গে ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।
শুক্রবার (১৮ জুন) সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপ-পরিচালক জানান, মৃত ১২ জনের মধ্যে ছয় জন করোনা পজিটিভ ছিলেন আর ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুই জন, রাজশাহীর পাঁচ জন, নাটোরের দুই জন, নওগাঁর তিন জন রয়েছেন।
শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪৯ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।

আরও পড়ুন
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা
কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত