অনলাইন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। খ্যাতনামা নির্মাতা শংকরের পরবর্তী সিনেমায় অভিনয় করছেন। আপাতত এই সিনেমার নাম রাখা হয়েছে ‘আর সি ১৫’। এতে রামের বিপরীতে আছেন কিয়ারা আদভানি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সিনেমার ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যে বাকি শুটিং শেষ হবে। সম্প্রতি একটি গানের দৃশ্যের শুটিং শুরু হয়েছে। এতে রাম চরণ ও কিয়ারার সঙ্গে আছেন ১০০০ জনের টিম। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজন সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘পাঞ্জাবে শংকর যে শুটিং করছেন এটিকে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় গান বলা যেতে পারে। ১০০০ জনকে নিয়ে গানটির কোরিওগ্রাফি করছেন স্বনামধন্য কোরিওগ্রাফার গণেশ আচার্য। তিন দিন ধরে পাঞ্জাবে এই গানের কিছু অংশের শুটিং চলছে। বাকি অংশ ছয় দিনে হায়দরাবাদের একটি স্টুডিওতে দৃশ্যধারণ হবে।’
জানা গেছে, আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভারতের বিভিন্ন লোকেশনে ‘আর সি ১৫’ সিনেমার শুটিং হবে। এরপর নভেম্বরে বিদেশে এর শুটিং করবেন নির্মাতারা। সূত্রটি বলেন, ‘নভেম্বরের মধ্যেই সিনেমার ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়ে যাবে। বাকি কাজ একটি নির্দিষ্ট সময়ে করতে হবে। শংকর সেটি ডিসেম্বর ও জানুয়ারিতে করতে চান।’ ‘আর সি ১৫’ প্রযোজনা করছেন দিল রাজু। ২০২৩ সালে মাঝামাঝিতে সিনেমাটি মুক্তি পাবে।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির