ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্র্বতী সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনার রায় ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ‘ওরা যা চেষ্টা করেছে, সেই স্তরে পৌঁছাতে পারবে না,’ যোগ করেন তিনি।
নিজ বাসায় হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি এতে আতঙ্কিত নই; বরং দেশের বিভিন্ন স্থানে আগুন দেওয়া, প্রাণহানি—এসব বিষয়ই আমাদের বেশি উদ্বেগের।’’
এরই মধ্যে বেলা ১১টায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণায় বসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়কে ঘিরে আগের দিন রাজধানীসহ বিভিন্ন এলাকায় আবারও যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এদিকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানিয়েছেন, রাজধানীতে পুলিশের ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘‘নগরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, নাগরিকরা নিশ্চিন্তে চলাচল করতে পারেন।’
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচনের আগে ফাঁসির রায় কার্যকরের দাবি সারজিস আলমের
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
রাজসাক্ষী মামুনের ৫ বছরের কারাদণ্ড