অনলাইন ডেস্ক :
রাশিয়ায় ‘হারিকেন’ হিসেবে বর্ণিত একটি তীব্র ঝড়ের সময় একটি ক্যাম্পসাইটে গাছ ভেঙে পড়ায় আটজন মারা গেছে এবং আরো ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রোববার (৩০ জুলাই) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ইয়োশকার-ওলা শহরের মেয়র ইয়েভজেনি মাসলভ বলেছেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিন ঘটে যাওয়া হারিকেনের কারণে মারি এলে আটজন মারা গেছে।’ মারি এল ভোলগা নদীর উত্তর তীরে অবস্থিত একটি রাশিয়ান অঞ্চল এবং ইয়োশকার-ওলা এটির বৃহত্তম শহর।
জরুরি মন্ত্রণালয় বলেছে, প্রায় ১০০ জন উদ্ধারকারী ইয়ালচিক হ্রদের কাছে একটি ক্যাম্পসাইটের ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন। এ ঘটনায় সামগ্রিকভাবে ২৭ জন আহত হয়েছে বলে তারা জানিয়েছে। মন্ত্রণালয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছে, ‘অবকাশ যাপনকারীরা আবহাওয়ার পূর্বাভাসকে আমলে নেয়নি।’ ঝড়টি আঘাত হানার সময় কয়েক শতাধিক লোক ইয়ালচিক হ্রদের তীরে ক্যাম্প করছিল বলে তারা উল্লেখ করেছে। সূত্র : এএফপি
আরও পড়ুন
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’
নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা ইলন মাস্কের