October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 16th, 2025, 8:02 pm

রাশিয়া থেকে শিগগিরই তেল কেনা বন্ধ করবে ভারত, দাবি ট্রাম্পের

 

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক চাপ বাড়াতে রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জোরদারের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত খুব শিগগিরই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে। এ ঘটনাকে তিনি “বড় ধরনের অগ্রগতি” বলে উল্লেখ করেন।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ভারতকে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনা বন্ধের আহ্বান জানিয়ে আসছে। তবে এতদিন নয়াদিল্লি সেই চাপ প্রত্যাখ্যান করেছিল। ট্রাম্পের মন্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, “বিশ্ববাজারের অস্থির পরিস্থিতিতে ভারতীয় ভোক্তার স্বার্থ সুরক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। আমাদের আমদানি নীতিও সেই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।”

রাশিয়ার প্রধান রপ্তানি খাত হলো তেল ও গ্যাস, যার অন্যতম ক্রেতা ভারত, চীন ও তুরস্ক। ট্রাম্প বলেন, “এখন চীনকেও একই পথে রাজি করাতে হবে।”

এদিকে, রুশ জ্বালানি আমদানি বন্ধে যুক্তরাষ্ট্র জাপানকেও একই আহ্বান জানিয়েছে। এ নিয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জাপানের অর্থমন্ত্রী কাতসুনোবু কাতোর সঙ্গে বৈঠক করেছেন।

অন্যদিকে, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। আগস্ট থেকে কার্যকর হওয়া এই শুল্কহার বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এনএনবাংলা/