রাশিয়া আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে বলে বৃহস্পতিবার দেশটি জানিয়েছে। এর ফলে তালেবান শাসিত আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম রাষ্ট্র রাশিয়া।
চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতায় আসা আফগানিস্তানের তালেবানশাসিত সরকারকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে রাশিয়া এ সরকাকে স্বীকৃতি দিলো।
এখন পর্যন্ত কোনো দেশই তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান এবং পাকিস্তান কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে, যা আংশিক স্বীকৃতির ইঙ্গিত বহন করে।
রাশিয়ার এ সিদ্ধান্তকে ‘সাহসী’ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেন, এই স্বীকৃতি ‘ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায়, পারস্পরিক সম্মান ও গঠনমূলক অংশীদারিত্বের সূচনা। এটি অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো কাবুলের সঙ্গে নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও মাদকবিরোধী লড়াইয়ে সহযোগিতা অব্যাহত রাখবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে ব্যাপক সম্ভাবনা দেখছে। বিশেষ করে জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘ইসলামী আমিরাত আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান দ্বিপক্ষীয় উৎপাদনশীল সহযোগিতার বিকাশে গতি আনবে বলে আমরা বিশ্বাস করি।’
এর আগে কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনোভের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন মুত্তাকি। সেখানে দিমিত্রি রুশ সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানকে জানিয়ে দেন।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
ডোনাল্ড ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন মারিয়া কোরিনা
আলোচিত নোবেল শান্তি পুরস্কার ঘোষণা আজ, ট্রাম্প কি পাবেন?
ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা