অনলাইন ডেস্ক :
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রাশিয়ার অর্থনৈতিক ব্যবস্থাকে লক্ষ্য করে বাইডেন বলেন, রাশিয়ার ব্যাংক ও রাশিয়ার সামরিক বাহিনীর ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এছাড়া দেশটির রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে ন্যাটোকে শক্তিশালী করতে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানিতে প্রায় সাত হাজার অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন করবে।
বৃহস্পতিবার নতুন এই নিষেধাজ্ঞা জারি করে বাইডেন বলেন, ‘পশ্চিমের সবাই একসঙ্গে থাকব কি না তা দেখার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের সংকল্প পরীক্ষা করতে চলেছেন। এবং আমরা করব।’
বাইডেন বলেন, ‘পুতিন যুদ্ধ বেছে নিয়েছেন, এখন তিনি ও তার দেশ এর পরিণতি ভোগ করবেন।’
আরও পড়ুন
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান
টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস
ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক করবেন