January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 6th, 2022, 7:36 pm

রাশিয়ার তেলের গুদামে ড্রোন হামলা

অনলাইন ডেস্ক :

রাশিয়ার সীমান্তবর্তী একটি বিমানবন্দর সংলগ্ন এলাকায় একটি তেলের গুদামে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে অঞ্চলটির গভর্নর এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। গত সোমবার রাশিয়ার দুইটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের একদিনের মাথায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে রুশ তেলের গুদামে এই ড্রোন হামলার খবর এলো। রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারভয়েট জানিয়েছেন, হামলার পর জরুরি পরিষেবা কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সমর্থ হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুরস্ক শহরের এই বিমানবন্দরটি বেসামরিক বিমান চলাচলের জন্য ব্যবহৃত হয়। এর পাশাপাশি রুশ বাহিনীও বিমানবন্দরটি ব্যবহার করে থাকে।মঙ্গলবারের (৬ ডিসেম্বর) ঘটনায় নিউ ইয়র্ক টাইমসের হাতে আসা বিভিন্ন ভিডিওতে ধোঁয়ার কু-লী দেখা গেছে। তবে স্বতন্ত্রভাবে এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার দেশটির দুই সামরিক ঘাঁটিতে যে বিস্ফোরণ ঘটেছে সেগুলো আসলে ইউক্রেনীয় ড্রোন হামলার শিকার হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফেও এ ঘটনায় কিয়েভকে দায়ী করা হয়েছে।