রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চতুর্থ দফা শান্তি আলোচনা সোমবার সকালে শুরু হয়েছে। এদিকে আলোচনার শুরুর পর থেকে এ নিয়ে ইউক্রেনীয় জ্যৈষ্ঠ কর্মকর্তারা রূপরেখা দিচ্ছেন।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান ইহোর জোভকভা বিবিসিকে বলেছেন, তিনি বিশ্বাস করেন মস্কোর অবস্থান আগের চেয়ে এখন আরও গঠনমূলক।
রবিবার তিনি রেডিও ফোরে বলেন, ‘আমাদের আলটিমেটাম, রেড লাইন বা আত্মসমর্পণ করতে বলার পরিবর্তে তারা (রাশিয়া) এখন গঠনমূলক আলোচনা শুরু করবে বলে মনে হচ্ছে।’
এদিকে ইউক্রেনীয় আলোচক মাইখাইলো পোডোলিয়াক টুইট বার্তায় জানিয়েছেন, ‘চতুর্থ দফা আলোচনায় যুদ্ধবিরতি, রুশ সেনা প্রত্যাহার ও ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেয়া হবে।’
পোডোলিয়াক জানিয়েছেন, মস্কোর তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত রাশিয়ার সঙ্গে ইউক্রেনের ভবিষ্যৎ সম্পর্কের ধরন কেমন হবে সে বিষয়ে আলোচনা শুরু করতে অস্বীকার করবে দেশটি।
—ইউএনবি

আরও পড়ুন
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
তথ্যে গড়মিলে বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল