January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 4th, 2022, 8:21 pm

রাশিয়ায় অনলাইন প্রতিষ্ঠানের গুদামে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক :

রাশিয়ার শর্ষস্থানীয় একটি অনলাইন বিক্রয় প্রতিষ্ঠানের গুদামে অগ্নিকা-ে একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। বুধবার মস্কোর অদূরে এ আগুনের ঘটনা ঘটে। এ সময় কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। ধোঁয়ার কু-লী অনেক ওপরে উঠে যেতে দেখা যায়। ৫০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে যে যেভাবে পেরেছেন বাইরে বের হওয়ার চেষ্টা করেছেন। দুটি ফায়ার হেলিকপ্টার আগুন নেভানোর চেষ্টা করে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, যে গ্রাহকরা আগুনের কারণে তাদের পণ্য পাননি তাদের অর্থ ফেরত দেওয়া হবে। আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ইস্ত্রা শহরের পেট্রোভস্কে গ্রামে এ আগুন লাগে। এই আগুন ৫০ হজার স্কয়ার ফিট এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রায় ১০০০ কর্মীকে সঙ্গে সঙ্গে বের করে আনা হয়। ‘ওজন’ নামের ওই কোম্পানির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে সব কর্মীকে আগুন লাগার পর বের করে আনা হয়। সংবাদে প্রকাশিত ছবিতে দেখা যায় আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ার কু-লী আকাশের দিকে উঠে যাচ্ছে। আগুন নেভাতে ১৫০ জন দমকলকর্মী কাজ করেন। প্রায় ৪০টি সরঞ্জামের পাশপাশি এ সময় তিনটি হেলিকপ্টারও ছিল।