অনলাইন ডেস্ক :
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনকে ঘিরে রুশ ও ইউক্রেনের বাহিনীর মধ্যে চলছে তুমুল লড়াই। অঞ্চলটিতে ইউক্রেনের সেনাবাহিনীর আক্রমণ অব্যাহত রয়েছে। ইউক্রেন বাহিনীর আক্রমণে অঞ্চলটিতে রুশ কমান্ড পোস্ট ও গোলাবারুদ ডিপো ধ্বংস হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে বুধবার (৩১ আগষ্ট) এই তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন বাহিনী গত ২৪ ঘণ্টায় রাশিয়ার শক্তিশালী পয়েন্ট ও গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। এছাড়াও ইউক্রেনের দক্ষিণে রুশ সেনাদের ওপর ১৬টি বিমান হামলা চালানো হয়েছে। দেশটির দক্ষিণে সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড এই তথ্য জানায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনীয় আর্টিলারি খেরসন অঞ্চলে চারটি রুশ কমান্ড পোস্ট ও চারটি নদী ক্রসিংয়ে আঘাত করেছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত রাতে তার নিয়মিত ভিডিও ভাষণে পাল্টা আক্রমণের কথা বিশেষভাবে উল্লেখ করেননি। তিনি শুধু বলেছেন, দক্ষিণে খারকিভ অঞ্চল ও ডনবাসের পুরো ফ্রন্টলাইন বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনীয় বাহিনী মিকোলাইভ ও খেরসন অঞ্চলে তিনটি ভিন্ন দিক থেকে আক্রমণ চালানোর চেষ্টা করেছে। এই সময় তাদের এক হাজার ২০০ এরও বেশি সেনা নিহত হয়েছে। এছাড়াও ১৩৯টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও ট্রাক ধ্বংস হয়েছে। তবে বিবিসির পক্ষ থেকে রাশিয়া ও ইউক্রেনের দাবি নিরপেক্ষভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এরপর টানা ছয় মাস পেরিয়ে গেছে দেশ দুইটির মধ্যে সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী