অনলাইন ডেস্ক :
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরবর্তী পর্যায়ের শান্তি আলোচনা আগামী দিনে বেলারুশ ও পোল্যান্ড সীমান্তে হবে বলে জানিয়েছেন বেলারুশে অনুষ্ঠিত আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি।
সোমবার রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে এ তথ্য জানায় চীনা বার্তা সংস্থা সিনহুয়া।
মেডিনস্কি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার বিষয়ে আমরা সম্মত হয়েছি। পরবর্তী আলোচনা আগামী দিনে বেলারুশ ও পোল্যান্ড সীমান্তে হবে।’
তিনি আরও বলেন, প্রতিনিধি দলের সদস্যরা এখন বৈঠকের অবস্থান নিয়ে আলোচনা করতে তাদের রাজধানীতে ফিরে যাবেন এবং পরবর্তী পর্যায়ের আলোচনার জন্য দেখা করবেন।
মেডিনস্কি বলেন, ‘আমরা কিছু সাধারণ বিষয় পেয়েছি। যার প্রেক্ষিতে বলতে পারি কিছু সাধারণ অবস্থান থাকবে।’
বৈঠকের সময় সব আলোচনার বিষয় বিস্তারিত আলোচিত হয়েছে বলেও যোগ করেন তিনি।
আরও পড়ুন
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি