অনলাইন ডেস্ক :
বছরব্যাপী চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়া ‘মানবতাবিরোধী অপরাধ’ করছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। জার্মানিতে মিউনিখের সম্মেলনে যোগ দিয়ে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই অভিযোগ করেছেন। তিনি বলেন, ইউক্রেনের বেসামরিক জনগণের ওপর ‘বিস্তৃত ও পদ্ধতিগত’ হামলা করছেন রাশিয়ার সেনারা। রাশিয়া বরাবরই ইউক্রেইন আগ্রাসনে কোনো ধরনের মানবতাবিরোধী অপরাধ করার কথা অস্বীকার করে আসছে। কিন্তু হ্যারিস তার ভাষণে ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার হত্যাযজ্ঞ, নির্যাতন, ধর্ষণ এবং মানুষজনকে বিতাড়নের ভয়াবহ সব কর্মকান্ড সংঘটনের অভিযোগ করেছেন। কমলা হ্যারিস বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলার প্রমাণগুলো পরীক্ষা করেছি, আমরা আইনি মানগুলো জানি। এতে কোনো সন্দেহ নেই যে এটা মানবতাবিরোধী অপরাধ। এসব অপরাধ যারা করছে ও তাদের ঊর্ধ্বতনদের যারা এই অপরাধে জড়িত, তাদের জবাবদিহি করতে হবে।’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যে রাশিয়ার এমন হামলাকে ‘বর্বর ও অমানবিক’ বলে উল্লেখ করেছেন। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মার্চ মারিউপোলের প্রসূতি হাসপাতালে বোমা হামলা করেছিল রাশিয়া। সেখানে শিশুসহ তিনজন নিহত হয়। এ ছাড়া একজন রাশিয়ান সৈন্য চার বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন করছেন বলেও প্রমাণ রয়েছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। ইউক্রেন প্রকাশিত তথ্য বলছে, ওই অভিযান শুরুর প্রথম সপ্তাহ থেকে শুরু করে গত জানুয়ারি পর্যন্ত দিনে যে-সংখ্যক রুশ সেনা মারা গেছেন, তার তুলনায় চলতি মাসে অনেক বেশি সেনা মারা যাচ্ছেন। এ মাসে প্রতিদিন ৮২৪ জন করে রুশ সেনা নিহত হচ্ছেন। প্রায় এক বছর ধরে চলা যুদ্ধে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, বিশ্ব অর্থনীতি চরম সংকটের মুখে পড়েছে।
আরও পড়ুন
জো বাইডেনের ‘উত্তরসূরি’ হয়ে ফিরবেন কি ট্রাম্প
এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক
ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান