January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 3rd, 2024, 3:17 pm

রাষ্ট্রপতির দুটি বাস উপহার পেল সরকারি এডওয়ার্ড কলেজ শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি, পাবনা :

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা স্বরুপ ২ টি বাস উপহার দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে এই বাস দুটি হস্তান্তর করেন রাষ্ট্রপতি পুত্র, কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরশাদ আদনান রনি।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহবুব সরফরাজেরজের সভাপতিত্বে বাস হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর শিবজিত নাগ।

অনুষ্ঠান চলাকালে অতিথিবৃন্দ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহবুব সরফরাজের হাতে বাস দুটির চাবি, কাগজপত্র তুলে দেন। পরে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেয়া হয়।