December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 22nd, 2024, 5:39 pm

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে শহীদ মিনারে গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।

গতকাল সোমবার ‘সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর (রাষ্ট্রপতির ডাকনাম) পদত্যাগের দাবিতে বিপ্লবী ছাত্র–জনতার গণজমায়েত’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা তিনটা থেকে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকেরা।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে শহীদ মিনারে বেলা তিনটা থেকে প্রতিবাদ সভা শুরু হয়। এই সভা থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যাচার করে শপথ ভঙ্গের অভিযোগ করা হয়। বিকেল পৌনে চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সেখানে যোগ দেন। সে সময় অন্য সমন্বয়কেরা কিছুটা দূরে অবস্থান করছিলেন। সেখানে বেশ কিছুক্ষণ শেখ হাসিনা, রাষ্ট্রপতি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। পরে সমন্বয়কেরা সেখানে বক্তব্য দিতে শুরু করেছেন।