প্রধান নির্বাচন কমিশনার ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বৈঠকের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাৎ চেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়াল তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং চলতি সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, বৈঠকে সিইসি নির্বাচনের খসড়া তফসিল নিয়ে আসবেন এবং তিনি তার সুবিধাজনক সময় অনুযায়ী তফসিল ঘোষণা করবেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ও ওই দিন সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে।
আইন অনুযায়ী নির্বাচনের জন্য সংসদ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। বরং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের সভা ডাকবেন সিইসি। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন সিইসি।
যদি শুধুমাত্র একজন প্রার্থী থাকে তবে সেই বৈঠকেরও প্রয়োজন হবে না।
তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে তার সঙ্গে সিইসির বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।
নির্বাচন কমিশন আইন অনুযায়ী একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে।
এছাড়া ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন, আইনের বাধ্যবাধকতা থাকায় ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সে হিসেবে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে।
আইনের ব্যাখ্যায় তিনি বলেন, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান