প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় যাবেন বলে সোমবার তার পৈতৃক বাড়িতে পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সোমবার বিকাল ৩টায় রাষ্ট্রপতিকে বহনকারী একটি হেলিকপ্টার মিঠামইন উপজেলায় অবতরণ করে।
হেলিকপ্টার থেকে নামার পর বাসার সামনের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রীকে হাওরের মাছ, অষ্টগ্রামের পনিরসহ স্থানীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে।
আবদুল হামিদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তার বাসায় আসছেন বলে তিনি খুবই খুশি।
তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারের সবাই খুব খুশি।’
তিনি বলেন, ‘কতবার টুঙ্গিপাড়ায় গিয়েছি বলতে পারব না। যতবার গিয়েছি, বঙ্গবন্ধু কন্যা আমাকে স্বাগত জানিয়েছেন। আমি এখন রাজনীতিতে নেই। তিনি আমার বাড়িতে আসবেন, আমি তাকে অভ্যর্থনা জানাতে এসেছি।’
প্রথমবারের মতো কিশোরগঞ্জে নিজ বাড়িতে আসছেন শেখ হাসিনা।
আবদুল হামিদ বলেন, ১৯৯৮ সালে আমার বাসায় ফেরার কোনো উপায় ছিল না। এখন বাড়ির গেটে যাবো, আগে এখানে লঞ্চে ভিড় থাকত।
তিনি বলেন, ১৯৯৮ সালে শেখ হাসিনা কিশোরগঞ্জে গিয়ে রাষ্ট্রপতির বাড়ি দূর থেকে দেখেছিলেন। কিন্তু তিনি আসেস নি।
১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু আমার প্রচারণায় এসেছিলেন। তিনিও বাজার থেকে বাড়ি দেখেছেন, কিন্তু আসতে পারেননি।
এর আগে রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হাওরের প্রায় সব ধরনের মাছ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবেশন করা হবে জানিয়ে রাষ্ট্রপতির ছেলে বলেন, ‘হাওরের রুহু, কাতল, বাইম, চিতল, চিংড়ি ও পাবদাসহ সব ধরনের মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করার চেষ্টা করব।’
রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির পাশে মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন এবং বিকালে মিঠামইন হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন।
হামিদ ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সরকারি সফরে নিজ জেলা কিশোরগঞ্জে পৌঁছেছেন।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতি কামালপুরে তার বাসভবনের উদ্দেশে রওনা হন, সেখানে তিনি রাত্রিযাপন করবেন।
সফরকালে রাষ্ট্রপতি মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলাও পরিদর্শন করবেন।
৩ মার্চ রাষ্ট্রপতি সার্কিট হাউসে উপস্থিত থাকবেন এবং গার্ড অব অনার শেষে হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন। এরপর বিকাল সাড়ে ৫টায় বঙ্গভবনে পৌঁছানোর কথা বলে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী