রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বিতর্কিত প্রবাসী সাংবাদিক কনক সারওয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরা এলাকায় র্যাব -১ পরিচালিত অভিযানে নাসির উদ্দিন মজুমদারের স্ত্রী রাকাকে (৩৮) আটক করা হয়।
র্যাব জানায়, আটকের সময় রাকার কাছে রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল, একটি পাসপোর্ট এবং আইস নামের মাদক উদ্ধার করা হয়।
রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকা স্বীকার করেছেন।
র্যাব জানায়, রাকা দেশের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্য ছড়িয়ে দিতেন।
চক্রের বেশ কয়েকজন সদস্য দেশের বাইরে অবস্থান করে সামাজিক যোগাযোগের মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচারের সাথে জড়িত।
র্যবা বলছে, রাকা এই বিষয়ে তার ভাই কনক সারওয়ার এবং অন্যান্য সমমনা লোকদের সহায়তা করতেন।
র্যাব সদরদপ্তরের এএসপি (মিডিয়া) ইমরান খান বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
–ইউএনবি
আরও পড়ুন
শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল
মেট্রোরেল সেবা ভ্যাটমুক্ত ঘোষণা,কমবে ভাড়া
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি