বক্তব্য রাখছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক:
দেশের ক্রীড়াঙ্গনকে দেখভাল করার সার্চ কমিটি ও ফুটবল ক্রিকেটসহ সকল কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মাদের পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনে দলীয় ও রাজনীতিকরণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর সোনালী মাঠে আতিকুল ইসলাম মতিন স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের ফুটবল, হকি, ক্রিকেটসহ প্রত্যেকটি ক্রীড়া সেক্টরে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।
আমিনুল হক বলেন, আমরা বার বার অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করেছিলাম আওয়ামী স্বৈরাচারের দোসরদের দুর্নীতিগুলো আমলে নিয়ে বিচার করেন। কিন্তু তাদের এই দিকে নজর নেই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য যে ফেডারেশনগুলো রয়েছে এবং ক্রীড়াঙ্গনকে দেখভাল করার জন্য যে সার্চ কমিটি করা হয়েছে। সেই সার্চ কমিটিতে এবং ফুটবল হকি ও ক্রিকেট কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মাদের পুনর্বাসন করা হয়েছে।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা গত ১৭ বছর ধরে এতো আন্দোলন সংগ্রাম যুদ্ধ করতে গিয়ে আমাদের দলের বহু নেতাকর্মীর গুম, খুন ও হত্যার স্বীকার হতে হয়েছে। তারপরও গত ৫ আগস্টের পরে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও দেশের ক্রীড়াঙ্গন গুলোতে যদি এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা স্বস্থানে বহাল থাকে, তাহলে এরচেয়ে দুঃখের ও লজ্জার কিছু হতে পারে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, মানুষ কি চায়, এ দেশের জনগণ কি চায়, এই বিষয়গুলো বিবেচনা করে আমাদের সামনে আগাতে হবে। কারণ বিএনপি জনগণের ওপর আস্থা ও বিশ্বাস রেখে কাজ করে চলেছে।
মোহাম্মদপুর সোনালী সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইউসুফ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এমএস আহমাদ আলী, নাসির উদ্দিন, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ প্রমুখ।
আরও পড়ুন
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি
ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল
এই সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই: বিএনপি