লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। বর্তমানে সেখানে শেষ সময়ের আনুষ্ঠানিক কার্যক্রম চলছে। এসব আনুষ্ঠানিকতা শেষে তার স্মরণে এক মিনিটের নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে আনা হয়। বিকেল সাড়ে চারটার দিকে একটি বিশেষ বাহনে করে তাকে সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলের কাছে নেওয়া হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়। দাফন কার্যক্রম চলাকালে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দাঁড়িয়ে শোক ও সম্মান জানান।
এর আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার দুপুর ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষ সেখানে সমবেত হন। মাত্র দুই মিনিটের মধ্যেই, বেলা ৩টা ৫ মিনিটে জানাজা সম্পন্ন হয়। জানাজার সময় রাজধানীর বিভিন্ন সড়কে জনস্রোত দেখা যায়।
এনএনবাংলা/পিএইচ

আরও পড়ুন
ঢাকায় শুভেচ্ছা বিনিময় করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার
ডিমলার বুড়িতিস্তা নদী খনন ঘিরে উত্তেজনা, আনসার ক্যাম্পে হামলা-ভাঙচুর
তারেক রহমান-জামায়াত আমিরের চেয়েও নাহিদের বার্ষিক আয় বেশি!