বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না। রাষ্ট্র পরিচালনা হয় আইন, বিধি-বিধান ও নিয়ম-কানুনের মাধ্যমে।’ তিনি এই মন্তব্য করেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত সেমিনার ‘চব্বিশের বাংলাদেশে তারুণ্যের ভাবনা: শিক্ষা ও কর্মসংস্থান’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, ‘যদিও কেউ বলছে যে প্রধান উপদেষ্টা জনগণের অভিপ্রায় অনুযায়ী জুলাই সনদ জারি করতে পারেন, সেটি ইমোশনাল বা বৈপ্লবিক ধারণা। বাস্তবে রাষ্ট্রের কাজ আইন ও বিধি অনুযায়ী হয়।’
জুলাই সনদ ১৭ অগাস্টে স্বাক্ষরিত হলেও এখনো জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশ দেয়নি যে কীভাবে এটি বাস্তবায়ন হবে। কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে এবং পুনরায় তাদের পরামর্শ নেবে। প্রাথমিক খসড়া অনুযায়ী, সনদ বাস্তবায়নে একটি অধ্যাদেশ জারি হবে এবং গণভোট আয়োজনের বিষয়টি সংযুক্ত করা হবে।
সালাহউদ্দিন আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী আইন পাশ করা এবং আদেশ জারি করার পদ্ধতি নির্দিষ্ট। প্রধান উপদেষ্টার আইন জারি করার কোনো সাংবিধানিক অধিকার নেই। সরকার ও মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমে প্রজ্ঞাপন বা গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে সনদ বাস্তবায়ন সম্ভব।’
তিনি উল্লেখ করেন, ‘জনগণের সম্মতি ছাড়া কোনো জাতীয় সনদ কার্যকর করা যায় না। তাই আমাদের প্রস্তাব, একই দিনে একটি ছোট ব্যালটের মাধ্যমে জনগণের মধ্যে গণভোট আয়োজন করা যেতে পারে, যেখানে শুধু জুলাই সনদের পক্ষে বা বিপক্ষে হ্যাঁ/না ভোট থাকবে।’
সালাহউদ্দিন বলেন, ’দুটি রাজনৈতিক দল এখনও স্বাক্ষর করেনি, তবে বাকি দলগুলো একমত হয়েছে। তাদের দাবিসমূহ নিয়ে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান আসতে পারে।’
এনএনবাংলা/

আরও পড়ুন
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডিসেম্বরে ঢাকায় আসছেন
একক প্রার্থীর বিপরীতে ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকছে: আসিফ নজরুল
ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ইসলামী ব্যাংক–ইবনে সিনার কাউকে নিয়োগ নয়: বিএনপির প্রস্তাব ইসিকে