অনলাইন ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টেন ক্রিকেট লিগের এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ডেকান গ্লাডিয়েটর্স। শনিবার রাতের ফাইনালে তারা ৫৬ রানের ব্যবধানে হারিয়েছে দিল্লি বুলসকে। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১০ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৫৯ রান করে ডেকান গ্লাডিয়েটর্স। দলের ওপেনার আন্দ্রে রাসেল মাত্র ৩২ বলে ৯০ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। ৯টি চারের পাশাপাশি ৭টি ছক্কা হাঁকান এই ক্যারিবীয় দানব। অপর ওপেনার কোহলার কাদমোর ২৮ বলে ৫৯ রান করেন। ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারে ৭ উইকেটে ১০৩ রানে তুলতে সমর্থ হয় দিল্লি বুলস। দলের পক্ষে চন্দরপল হেমরাজ সর্বোচ্চ ২০ বলে ৪২ রান করেন। ম্যাচে দারুণ বোলিং করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ ওভারে ২০ রানে দুটি উইকেট শিকার করেন। ২ ওভারে সমান ২০ রানে দুটি করে উইকেট শিকার করেন ওডেন স্মিথও। তবে এই ম্যাচে সেরা বোলিং ফিগারটি ছিল টাইমাল মিলসের। ২ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন তিনি। আন্দ্রে রাসেল ম্যাচসেরা ও হাসারাঙ্গা টুর্নামেন্টসেরা নির্বাচিত হন।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ