March 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 19th, 2025, 3:22 pm

রিজওয়ানকে ব্যঙ্গ করে দুয়ো শুনছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা

সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানএএফপি

খেলা ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমের এই দিনে কত কিছু করেই না ভাইরাল হয় মানুষ। এবার ভাইরাল হলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক স্পিনার ব্র্যাড হগ। তবে ভাইরাল হওয়াটা উপভোগ করতে পারছেন না খেলা ছাড়ার পর বিশেষজ্ঞের ভূমিকায় কাজ করা হগ। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে ব্যঙ্গ করে ভিডিও বানিয়ে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন ৫৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান। রিজওয়ানের বলা দুর্বল ইংলিশ নিয়েই ভিডিওটি বানিয়েছিলেন হগ।

ভিডিওতে দেখা যায়, রিজওয়ানের মতো দেখতে এক লোকের সাক্ষাৎকার নিচ্ছেন হগ। রিজওয়ানের বাচনভঙ্গি অনুকরণ করে হগের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায় সেই লোককে। হগ প্রশ্ন করেন, বিরাট কোহলিকে নিয়ে কী ভাবেন? উত্তরে নকল রিজওয়ান বলেন, তিনি নিজেকে কোহলির সমপর্যায়েরই মনে করেন। কারণ হিসেবে বলেন, যেহেতু দুজনেই পানি ও খাদ্য গ্রহণ করেন।

এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনার বান ছুটেছে। একজন লিখেছেন, ‘বিদেশি ভাষা না জানাটা কোনো অপরাধ নয়।’ আরেকজন লিখেছেন, ‘অস্ট্রেলীয়রা সম্ভবত ব্র্যাড হগের কাণ্ডে লজ্জা পাচ্ছে।’ তৃতীয় আরেকজন লিখেছেন, ‘এটা ভয়ংকর। ব্র্যাড হগের উচিত হয়নি এমন কিছু করা। খেলোয়াড়দের বিচার করতে হবে ক্রিকেটীয় দক্ষতা দিয়ে, কে কেমন ইংলিশ পারে তা দিয়ে নয়।’ আরেকজন লিখেছেন, ‘প্রকাশ্যে এভাবে কাউকে অপমান করার অধিকার কারও নেই।’

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর এমনিতেই কম সমালোচনা হচ্ছে না রিজওয়ানকে নিয়ে। তাঁর ইংলিশে কথা বলার দুর্বলতা নিয়েও মজা করেন অনেকেই। তবে তাঁদের কেউই তো আর ব্র্যাড হগের মতো তারকা নন।