অনলাইন ডেস্ক :
পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে হটিয়ে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ের তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন ভারতের সূর্যকুমার যাদব। চলতি টি-টোয়েন্টি বিশ^কাপে গেল সপ্তাহে ব্যাট হাতে দু’টি হাফ-সেঞ্চুরি করেন সূর্য। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ বলে অপরাজিত ৫১ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ বলে ৬৮ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। এই দু’ইনিংসের সুবাদে রিজওয়ানকে টপকে শীর্ষস্থান দখলে নেন সূর্য। বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে স্থান করে নিলেন সূর্য। ৮৬৩ রেটিং নিয়ে শীর্ষে আছেন সূর্য। ভারতের পক্ষে সর্বোচ্চ ৮৯৭ রেটিং ছিলো কোহলির। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ১ হাজার ১৩ দিন শীর্ষে ছিলেন কোহলি। ৮৪২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন রিজওয়ান। গত ৪ সেপ্টেম্বর থেকে শীর্ষে ছিলেন রিজওয়ান। শীর্ষ দশে উঠে এসেছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, দক্ষিণ আফ্রিকার রিলি রুশো ও কোহলি। বোলিং র্যাংকিং তালিকার চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন শ্রীলংকার হাসারাঙ্গা ডি সিলভা। ৭০০ রেটিং নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। ২৫৫ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
আরও পড়ুন
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম
বিপিএলের মাঝপথে খুলনা টাইগার্সে আরো ২ বিদেশি ক্রিকেটার
মেসির দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার