November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 1st, 2025, 9:20 pm

রিটার্নিং কর্মকর্তারা ভোট স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল

 

জাতীয় নির্বাচনে এখন থেকে প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

শনিবার (১ নভেম্বর) পটুয়াখালীর কুয়াকাটায় কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়— সেই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সম্প্রতি ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও)’-তে সংশোধন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। এমনকি প্রিজাইডিং কর্মকর্তারাও পরিস্থিতি অনুযায়ী ভোট স্থগিতের সিদ্ধান্ত নিতে পারবেন।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করুন। কমিশন ও প্রশাসন আপনাদের পাশে আছে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং ইসি সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান।

এ কর্মশালায় পটুয়াখালীর আট উপজেলার নির্বাচন কর্মকর্তা ও সরকারি দফতরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

এনএনবাংলা/